বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বোমার হুমকির পর আজ খেলতেই নামেননি মাগুয়ের

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯:৩০

আর্সেনালের বিপক্ষে আজ মাঠে নামেননি ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি মাগুয়ের। অবশ্য তাতে খুব একটা লাভ হয়নি। তার দল হেরে গেছে ৩-১ গোলের ব্যবধানে।

আজ হ্যারি মাগুয়ের না খেলায় সম্ভবত সবচেয়ে বেশি খুশি ছিল রেড ডেভিলস সমর্থকরা। কারণটা স্পষ্ট, সর্বশেষ কয়েকটি ম্যাচে পরাজয়ের পেছনে ইংলিশ ডিফেন্ডারকেই দোষারোপ করছেন অনেকে। প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে যে তার কারণেই দল হারছে, এমন দাবি সমর্থকদের।

এমনকি ম্যানইউ অধিনায়কের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। একবার নয়, বেশ কয়েক বারই এমন হয়েছে বলে ইংলিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

হ্যারি মাগুয়েরের মুখপাত্র বলেন, ‘নিজের বাসায় গুরুতর হুমকি পেয়েছেন মাগুয়ের। পরিবার ও আশপাশের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।’

পুলিশের নির্দেশে না কি পরিবারকে নিরাপদ জায়গাও সরিয়ে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক। সর্বশেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে পরাজিত হয় ম্যানইউ। এর পরই এমন হুমকি পান হ্যারি মাগুয়ের। এ কারণেই হয়তো আজ তাকে বিশ্রাম দিয়েছেন ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক।

ইত্তেফাক/টিএ