শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বদির বক্তব্যের বিরোধিতা করায় পিটুনি খেলেন আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯:৩৮

কক্সবাজারের টেকনাফে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বক্তব্যের বিরোধিতা করায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতিসহ কয়েকজন নেতাকে মারধর করা হয়েছে। মারধরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি সভা চলাকালে হলরুমে ঢুকে একজনকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে দেন। পরে তাকে মারধর করা হয়। তাকে বাঁচতে এগিয়ে আসলে আরও দুুইজন হামলার শিকার হন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, যাকে মারধর করা হয়েছে, তিনি টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ (মনো)। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইউছুফ ভুট্টো ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হক।

হামলার শিকার মো. ইউছুফ (মনো) বলেন,  ‘শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ উপজেলা হল রুমে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল। সভায় সাবেক সংসদ সংসদ বদি পৌর কমিটিকে ডিঙ্গিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিয়ে কথা বলছিলেন। আমি বদির বক্তব্যের প্রতিবাদ করায় সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বদির ভাই আবদুল শুক্কুরসহ তার লোকজন আমাকে কিল-ঘুষি মেরে মেঝেতে ফেলে লাথি দিতে থাকেন। এ সময় আমাকে বাঁচাতে এগিয়ে এলে যুগ্ম সম্পাদক ইউছুফ ভুট্টো হামলার শিকার হন।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিম লিডার (উখিয়া-টেকনাফ) শাহ আলম চৌধুরী রাজা জানান, ‘শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। বাইরে কোনো কিছু ঘটে থাকলে সেটা আমার জানা নেই।’

হামলার ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের কিছু এখনো চোখে পড়েনি। মূলত দলের সভা বিঘ্নিত হয় এমন কিছু সেখানে ঘটেনি।’

এ ব্যাপারে বদির ভাই আবদুল শুক্কুর গণমাধ্যমকে বলেন, ‘সভায় মারধরের কোনো ঘটনাই ঘটেনি। সভায় কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলে আমি কয়েকজন কর্মী নিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করেছি। কাউকে মারধর করা হয়নি।'

সাবেক সাংসদ আবদুর রহমান বদির মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ফোন না ধরায় খুদে বার্তা পাঠানো হয়। তারও কোনো উত্তর দেননি তিনি।

ইত্তেফাক/ইউবি