গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সেই হিসেবে প্রতি ঘণ্টায় গড়ে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।তবে এই সময়ে করোনায় কেউ মারা যাননি।
রবিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৪৬০ জন। এদিকে নতুন কেউ মারা না যাওয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রইলো।