শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে তরুণ প্রজন্ম বিপথগামীর অভিযোগে টিকটক ও পাবজি নিষিদ্ধ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২২:৪৬

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করেছে আফগানিস্তান। দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান এই সিদ্ধান্ত নিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, আফগান তরুণ-তরুণীদের বিপথে নিয়ে যাওয়ায় এই অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি জনপ্রিয় মোবাইল গেইম প্লেয়ারআননোন ব্যাটেলগ্রাউন্ডও (পাবজি) নিষিদ্ধ করা হয়েছে।

গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর আফগানিস্তানের ক্ষমতায় আসে কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী তালেবান। তারা ক্ষমতায় আসার পর দেশটিতে সংগীত, সিনেমা এবং টেলিভিশন শো-এর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়।

বিনোদনের বিকল্প মাধ্যম সহজলভ্য না হওয়ায় বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের মোবাইল অ্যাপ্লিকেশন আফগানদের মাঝে ব্যাপক জনপ্রিয়। দেশটির তরুণ-তরুণীদের মাঝে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এক বিবৃতিতে তালেবানের মন্ত্রিসভা টিকটক এবং পাবজি তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে বলে দাবি করে। যে কারণে দেশের টেলিকম মন্ত্রণালয়কে এসব অ্যাপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/টিআর