ঝিনাইদহের শৈলকুপা শহরের মালিপাড়ার আনোয়ার হোসেন নামে এক ভ্যানচালক এক লাখ ৭৭ হাজার ৫০০ টাকা ভর্তি একটি ব্যাগ পেয়ে মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সোমবার দুপুরে আশরাফ আলি ফারুকি নামে এক কলেজশিক্ষক রূপালী ব্যাংকের শৈলকুপা শাখা থেকে টাকা তুলে আনোয়ার হোসেনের ভ্যানে কবিরপুর যাচ্ছিলেন। শৈলকুপা সোনালী ব্যাংকের সামনে এসে ভ্যান থেকে নেমে যান। কিন্তু টাকা ভর্তি ব্যাগটি ভ্যানের ওপর রয়ে যায়। ভ্যানচালক আনোয়ার বাড়ি চলে যান। ব্যাগ খুলে টাকা দেখে শহরে এসে টাকার মালিককে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে তিনি শৈলকুপায় থানায় এসে আসেন। এদিকে টাকার মালিকও জিডি করতে থানায় উপস্থিত হন।
আনোয়ার হোসেন বলেন, ‘এ টাকার মালিক আমি না। তাই এ টাকা আমার নেওয়া উচিৎ হবে না। মালিককে টাকা ফিরিয়ে দিতে থানায় এসেছি।’
আশরাফ আলি ফারুকি জানান, ‘থানার ওসি টাকাভর্তি ব্যাগটি তার হাতে তুলে দেন। একজন দরিদ্র ভ্যানচালকের সততা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।