মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাড়ির নেমপ্লেট বদলাতেই খরচ ২৫ লাখ

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৭:১২

বলিউডের বাদশাহ খান শাহরুখ। আসন্ন ছবিগুলোর জন্য শিরোনামে রয়েছেন তিনি। তবে এবারের খবরের শিরোনাম তাকে নিয়ে নয়। তার বাড়ি মান্নাতের নতুন নেমপ্লেট নিয়ে।

শাহরুখের মান্নাত আধুনিকতায় ঘেরা এক বিলাসবহুল বাড়ি। যেটি ভক্তসহ অন্যান্য তারকাদেরও নজড় কাড়ে। শাহরুখ পরিবর্তন করেছেন তার বাড়ি মান্নাতের নেমপ্লেট। পুরনোটি পরিবর্তন করে ডিজাইন করেছেন নতুন নেমপ্লেট।

সেই নেমপ্লেটে মুগ্ধ হয়েছেন শাহরুখ ভক্তরা। ভক্তরা তার বাড়ির অত্যাশ্চর্য নতুন নেমপ্লেটসহ ছবি তুলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

জানা গেল, নতুন নেমপ্লেটটির জন্য শাহরুখকে প্রায় ২০-২৫ লাখ রুপি গুনতে হয়েছে।

শাহরুখ খান ও গৌরী খান। ছবি: সংগৃহীত

শাহরুখপত্নী গৌরী খান একজন বিখ্যাত ডিজাইনার। তিনিই বিশেষজ্ঞদের সাথে বসে এই নেমপ্লেটের ডিজাইন করেছেন। গৌরী চেয়েছিলেন এমন একটা লুক যা খুব ক্লাসিক হবে ও খান পরিবারের স্বাদকে একদম ঠিকভাবে ফুটিয়ে তুলবে। আর এই নতুন নেমপ্লেট বানাতে খরচ হয়েছে ২০-২৫ লাখ টাকা।

ইত্তেফাক/বিএএফ