আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে মহাসড়কের পাশে স্থাপন করা হচ্ছে অস্থায়ী শৌচাগার। এলেঙ্গা পৌরসভার মেয়র মো. নূর এ আলম সিদ্দিকীর উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কের দুই পাশে স্থাপন করা হচ্ছে ২৫টি অস্থায়ী গণশৌচাগার।
এছাড়া যাত্রীদের ভোগান্তি লাঘবে পানীয় জল ও শুকনা খাবার সরবরাহ করার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে মেয়র নূর এ আলম সিদ্দিকী বলেন, প্রতি বছর ঈদ এলেই মহাসড়কে যানজটের কবলে পড়ে ঘরমুখো যাত্রীরা। বিশেষ করে মা-বোনদের প্রকৃতির ডাকে সাড়া দিতে সমস্যায় পড়তে হয়। তাই তাদের কষ্ট লাঘবের কথা চিন্তা করে সড়ক বিভাগ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবহন শ্রমিক, সাধারণ যাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক মো. সোলায়মান মিয়া বলেন, অস্থায়ী শৌচাগার স্থাপনের ফলে অনেক শ্রমিক ও যাত্রীদের সুবিধা হবে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা মানুষের বড় ধরনের উপকার হবে।