খুলনায় একটি খাল থেকে অনিক ঢালী (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া গ্রামের খুটোখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অনিক ঢালী উপজেলার ঘোনা গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে ও স্থানীয় বান্দা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রেমসংক্রান্ত বিরোধে অনিককে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় তিন কিশোরকে আটক করা হয়েছে। তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।