শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সন্ধ্যা নামলেই যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায়

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৪:৪৬

সকাল বা সন্ধ্যার সাথে যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। অথচ সুজানগরের বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজিচালকরা সন্ধ্যা নামলেই যাত্রীদের জিম্মি করে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে। বিশেষ করে সুজানগর-চিনাখড়া সড়কের সিএনজিচালকদের কাছে যাত্রীরা একদমই জিম্মি। 

ভুক্তভোগী যাত্রীরা জানান, সুজানগর-চিনাখড়া সড়কের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। আর এই ১১ কিলোমিটার সড়কে যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হয় ৪০ টাকা করে। এরপর আবার সন্ধ্যা হলে ৪০ টাকার ভাড়া বাড়িয়ে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত নেওয়া হয়। 

উপজেলার মানিকদীর গ্রামের যাত্রী ফজলুর রহমান বলেন, সুজানগর-চিনাখড়া-সড়কে বাস চলাচল করে না। এ রুটের যাত্রীরা সিএনজির ওপর নির্ভরশীল। আর এ সুযোগে সিএনজিচালকরা তাদের ইচ্ছামতো ভাড়া আদায় করে। বিশেষ করে তারা সন্ধ্যার পর যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে। ঈদ সামনে রেখে এর মাত্রা আরো বেড়ে গেছে। একই এলাকার যাত্রী হায়দার আলী বলেন, সন্ধ্যা বা একটু রাত হওয়া মাত্র ভাড়া বাড়িয়ে ৫০ থেকে ৬০ টাকা আদায় করা হয়। যাত্রীরা অতিরিক্ত ভাড়া না দিলে চালকরা সিএনজি বন্ধ করে বসে থাকে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম