বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিমুলিয়া ঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৩:২১

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপও বেড়েছে। ফেরি কম থাকায় অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে শিমুলিয়া ঘাটে ব্যক্তিগতসহ কয়েকশ’ গাড়ির উপস্থিতি দেখা যায়। দুটি মিনি রোরো, দুটি মিডিয়াম ও দুটি ডাম্পসহ মোট ৯টি ফেরি দিয়ে এসব যানবাহন পর্যায়ক্রমে পার হচ্ছে।

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই এ নৌরুটে গ্রামের পথে ছুটছেন যাত্রীরা। তবে যাত্রীরা বলছেন, ফেরির সংখ্যা কম থাকায় ঘাটে যানবাহন নিয়ে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে।

শিমুলিয়া ঘাটে সকাল থেকেই যানবাহনের উপস্থিতি বেশি দেখা গেলেও দুপুর দিকে ঘাটে কিছুটা যানবাহনের চাপ কমে আসে।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফায়সাল আহমেদ বলেন, ‘সকাল থেকে ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ রয়েছে। ঘাটে ব্যক্তিগত ও হালকা যানবাহন মিলিয়ে পারের অপেক্ষায় শতাধিক গাড়ি রয়েছে। নয়টি ফেরিতে এসব যানবাহন পর্যায়ক্রমে পার করা হচ্ছে। শরীয়তপুরের মাঝি কান্দি ফেরীঘাটে পন্টুন স্থাপন কাজ সমাপ্তির পর গত শনিবার থেকে উক্ত ঘাটে ফেরি লোডিং আনলোডিং করা শুরু হয়েছে। উভয় ঘাটে দিনে ৯টি ফেরি চলাচল করলেও রাতে ৬টি ফেরি চলাচল করছে।'

এদিকে ফেরির পাশাপাশি লঞ্চে ও স্পিডবোটে মানুষ পার হচ্ছে। এ নৌরুটে ৮৭টি লঞ্চ ও ১৫৩ স্পিডবোট সচল রয়েছে।

ইত্তেফাক/এসজেড