শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গরমে রোজা রেখে খেলা কঠিন হলেও এতে অভ্যস্ত রশিদ

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৯:৫৫

অনেক মুসলিম ক্রিকেটারই পবিত্র রমজান মাসে রোজা রেখে খেলা চালিয়ে যান। তবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমে রোজা রেখে খেলা! অনেকেই সেটা করতে চাইবেন না। তবে রশিদ খান ব্যতিক্রম। তার কাছে এত গরমে রোজা রেখে খেলা কঠিন হলেও তাতে অভ্যস্থ বলে জানিয়েছেন।

আজ (৩০ এপ্রিল) বিকালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স। এতে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হয়েছে গুজরাটকে। ৪ ওভার বল করে ২৯ রান খরচায় এক উইকেট শিকার করেছেন রশিদ খান। শেষ পর্যন্ত ম্যাচটি তিন বল হাতে রেখে ৬ উইকেটে জয় পেয়েছে গুজরাট।

আজ মুম্বাইয়ের গরমটাও রীতিমত অসহনীয়। দিনের বেলায় তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। রোজা রেখেই খেলেছেন রশিদ। অবশ্য এর চেয়েও বেশি গরমে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের হয়ে খেলার অভ্যাস আছে এই লেগ স্পিনারের।

তাইতো আজ ম্যাচের ফাঁকে আলাপচারিতায় উঠে আসে এই প্রসঙ্গ। তখন রশিদ খান বলেন, ‘এই গরমে রোজা রেখে খেলা কঠিন। তবে আমি খেলা উপভোগের সর্বোচ্চ চেষ্টা করবো। দুবাইয়ের গরম পরিবেশেও খেলেছি, তাই এটার সঙ্গে খানিকটা অভ্যস্ত।’

ইত্তেফাক/টিএ