শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধু সেতু পারাপারে কমেছে টোল আদায়ের পরিমাণ

আপডেট : ০১ মে ২০২২, ১১:৪৩

বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) পারাপারে পরিবহনের সংখ্যা বাড়লেও টোল আদায়ের পরিমাণ কমেছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে ৪৩ হাজার ২৫৭‌টি পরিবহণ পারাপার হ‌য়ে‌-ছে। এতে টোল আদায় হ‌য়ে‌-ছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০টাকা। যা গতকাল ছিল‌ টোল আদায় ছিল ৩ কোটি  ১৮ লাখ ৮০০ হাজার টাকা। আর পরিবহনের সংখ্যা ছিল ৪২ হাজার ১৯৯ টি। 

র‌বিবার (০১ মে ) বিষয়‌টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী। 

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার ৩০ এপ্রিল সকাল ৬টা হতে হ‌তে র‌বিবার ০১ মে সকাল ৬টা পর্যন্ত ) বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজা মিলিয়ে ৪৩ হাজার ২৫৭ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হ‌য়ে‌-ছে ৩‌ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। এরমধ্যে সেতু পূর্ব টোলপ্লাজায় উত্তরবঙ্গ ও দ‌ক্ষিনবঙ্গগামী ২৬ হাজার ৯৬৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হ‌য়ে‌-ছে ১ কোটি ৮৪  লাখ ৫৯ হাজার ২০০ এবং পশ্চিম হ‌তে ঢাকাগামী পশ্চিম টোল প্লাজায় ১৬  হাজার ২৫৪ টি পরিবহনের বিপরীতে টোল আদায় হ‌য়ে‌-ছে ১ কোটি ৩০ লাখ ২৪  হাজার ২৫০টাকা। এরমধ্যে মোটরসাই‌কেল পারাপার হ‌য়ে‌-ছে ৮ হাজার ১৭৪‌টি। এছাড়া ফাস্ট ট্র্যাক লেনের বুথে টোল আদায় হ‌য়ে‌ছে ৭২ হাজার টাকা। 

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ব‌্যা‌ক্তি গাড়ির সংখ্যা বেশি ছিল সেতু পারাপারে। এতে বঙ্গবন্ধু সেতু‌তে পারাপারে পরিবহনের সংখ্যা বাড়লেও ছোট যানবাহনের কারণে টো‌লের টাকার পরিমাণ বাড়েনি। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ছোট গাড়ি যাদের টোল কম সেই সংখ্যাটা বেড়েছে। এতে সেতু পারাপারে পরিবহনের সংখ্যা বাড়লেও টোল আদায় কম হ‌য়ে‌-ছে।

ইত্তেফাক/ ইআ