মা-বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না ১০ মাসের শিশু আয়ানের। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সে। এ সময় মা-বাবা গুরুতর আহত হন।
শিশু আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের কোলে বসে কমফোর্ট লাইফ নামের একটি বাসে বাড়ি ফিরছিল। বাসটি পালেরহাট বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই বাসচালক ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আব্দুল্লাহ (৪১), ট্রাকচালক বাগেরহাটের দরগা গ্রামের জালাল হাওলাদার (৪০) ও শিশু আয়ান নিহত হয়।
মোল্লারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শেখ আবুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।