বছর কয়েক আগে মানসিক সমস্যায় ভুগতেন আমির খানের কন্যা ইরা খান। অনেক কষ্টে নিজেকে সেই অন্ধকার থেকে টেনে বের করেছিলেন তিনি। আবার একই জায়গায় ফিরে গেলেন ইরা খান। আতঙ্কে কাটছে সারা রাত। ঘুম আসছে না তার। দম আটকে আসে বারবার।
ইনস্টাগ্রামে এমন সমস্যার কথা ইরা নিজেই জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে স্নান করলে মানসিকভাবে সুস্থ বোধ করেন তিনি। তাই স্নান করে এসে ভেজা চুলে ঘরের জামা পরে একটি ছবি পোস্ট করলেন আমির এবং রীনা দত্তের কন্যা। সঙ্গে দীর্ঘ লেখা লিখলেন।
ইরার লিখেছেন, ‘প্যানিক এবং প্যানিক অ্যাটাক ভিন্ন। অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি অ্যাটাক ভিন্ন। আমার এখন অ্যাটাক হচ্ছে। এটা আগেরবারের থেকে একেবারে আলাদা। আমার মনোরোগ বিশেষজ্ঞকে জানিয়েছি। আগে যেটা মাসে দু’একবার হত, তা এখন রোজ হচ্ছে। বিশেষ করে রাতে। তাই ঘুম হচ্ছে না। বুক ধড়ফড় করছে। দম বন্ধ হয়ে আসছে। মাঝে মাঝেই কেঁদে উঠছি। মনে হচ্ছে, খুব খারাপ কিছু একটা ঘটবে। ভীষণ আতঙ্ক হচ্ছে।’
ইরার কাতর আর্তি, ‘আমি ঘুমাতে চাই!’ তিনি জানান, যখন অ্যাটাক শুরু হয়, সেটি ক্রমশ বাড়তে থাকে। তখন নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ইরা। কী জন্য আতঙ্ক হচ্ছে, তার কারণ খোঁজার চেষ্টা করেন।
অনুসারীদের কাছেও ইরা জানতে চাইলেন, কারও এ রকম সমস্যা হয় কিনা। যদি হয় তাহলে বিলম্ব না করে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক আগে থেকেই কাজ করছেন ইরা।
‘অগতসু ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী গড়ে তুলেছেন এই তরুণী। এর মাধ্যমে অনুসারীদের অনেককেই সাহায্য করেছেন ইরা। সূত্র: এই সময়।