বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শৈলকুপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ০২ মে ২০২২, ১৮:১৫

ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পূর্ব মাদলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- ওই গ্রামের আমজাদ মোল্লার মেয়ে সুমাইয়া (৭) ও তার ভাই লিটন মোল্লার মেয়ে লাবনী (৬)। সম্পর্কে তারা চাচাতো বোন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুপুরে সুমাইয়া ও লাবনী বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। তাদের খোঁজ না পেয়ে পুকুরে নেমে খুঁজতে থাকে  স্বজনরা। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

 

 

ইত্তেফাক/ইউবি