নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ এবং এতে দুই জন নিহতের ঘটনায় দুই সূত্রপাতকারীসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। শরীয়তপুর ও কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে র্যাবের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায় আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফ করা হবে।
সূত্র জানায়, সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজনকে এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুই জনসহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে তাদের।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়।