শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শরণখোলায় বাঘ আতঙ্কে নির্ঘুম রাত

আপডেট : ০৬ মে ২০২২, ১৮:৪৮

শরণখোলার লোকালয়ে আবারও বাঘ আতঙ্কে মানুষ সারারাত নির্ঘুম রাত কাটিয়েছে। বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাতে সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে চলে আসে। পরে মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়।

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের খেজুরবাড়িয়া ওয়ার্ড মেম্বার আবুল হোসেন খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তিনি ও তার ছেলে শাহিন খেজুরবাড়িয়া গ্রামে তার মৎস্য খামার পাহারা দিচ্ছিলেন। মৎস্য খামারের পাশে একটি বাঘ শুয়ে থাকতে দেখেন। তারা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় বাঘটি সুন্দরবনে চলে যায়।

খেজুরবাড়িয়া গ্রামের এনামুল হক খান জানান, এলাকার মসজিদগুলো থেকে গ্রামে বাঘ ঢোকার খবর মাইকিং করে মানুষজনকে সাবধান করা হয়।

ধানসাগর এলাকার গ্রাম পুলিশ তোফাজ্জেল হোসেন জানান, বাঘটি পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের টগড়াবাড়ি এলাকার বন থেকে লোকালয়ে প্রবেশ করে থাকতে পারে।

পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের কর্মকর্তা আব্দুস সবুর ইত্তেফাককে বলেন, বাঘ আসার খবর পেয়ে এলাকাবাসীকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি