সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

আপডেট : ০৬ মে ২০২২, ২০:১৭

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে। শুক্রবার (৬ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার বটতৈল বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের অঞ্জনা (৪০) ও তার ছেলে কলেজছাত্র ইফতিয়াজ (২২)। দুর্ঘটনায় গুরুতর আহত শিশু ইফাতকে (৭) আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক জানান, বেলা ১১টার দিকে বাইপাস মোড়ে মোটরসাইকেলটিকে চাপা দেয় বগুড়াগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ইফতিয়াজ নিহত হন।এ সময় তার মা অঞ্জনা ও ছোটভাই ইফাত গুরুতর আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার ভর্তির পর অঞ্জনা মারা যান। 

 

ইত্তেফাক/ইউবি