ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারে পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি আকিদুরকে ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ থামাতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। শুক্রবার (৬ মে) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মধূপুর বাজারের চা-দোকানী আকিদুর চা বিক্রির পাশাপাশি মাদক ব্যবসা করে। গোপন সূত্রে এমন খবর পেলে শুক্রবার সন্ধ্যার আগে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে। থানায় নিয়ে আসার সময় স্থানীয় এক ইউপি মেম্বরের নেতৃত্বে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে আকিদুরকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে।
সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে ওসি জানান। ছিনিয়ে নেওয়া আসামিকে আবারও গ্রেফতারের জন্য এলাকায় পুলিশি অভিযান চালানো হচ্ছে।