থানা ভবনের নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে কলাবাগান তেঁতুলতলা মাঠ স্থানীয় ও শিশু-কিশোরদের ফিরিয়ে দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মানবাধিকার কর্মী, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয়রা। এ দাবিতে ২৫ এপ্রিল মাঠে তেঁতুলতলা মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তেঁতুলতলাকে খেলার মাঠ হিসেবে ব্যবহারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ছবি তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।