জয়পুরহাটের পাঁচবিবিতে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মাঝিনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।ওই ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মো. ইশতিয়াক আলম জানান, জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের ওই ছাত্রীর বাড়ির অন্য সদস্যরা শুক্রবার বেড়াতে যান। রাতে ওই ছাত্রী একাই বাড়িতে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে কে বা কারা প্রাচীর টপকিয়ে ঘরে ঢুকে ওই ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করে।
তিনি আরও জানান, হত্যার আগে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।