খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডায়াবেটিস, ইউরিনে সমস্যা ও জ্বরের কারণে শনিবার বেলা ১১টার দিকে তাকে নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উপপরিচালক ডা. এসএম মোর্শেদ বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়াবেটিস বেড়েছে। একই সঙ্গে তার ইউরিনজনিত সমস্যার কারণে জ্বর বেড়েছিল। তবে বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, এখানে আনার পর তার শরীরে জ্বরের মাত্রা ছিল ১০৬ ডিগ্রি ফারেনহাইট। একই সঙ্গে ডায়াবেটিকসের মাত্রা ছিল ২০ এর ওপরে।
তিনি আরও বলেন, যেহেতু মেয়র আগে থেকে নানা রোগে আক্রান্ত। সে কারণে হাসপাতালের প্রত্যেক বিভাগের একজন চিকিৎসক নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।