প্রতি ঈদেই ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ে। সেই ধারাবাহিকতায় এবার সিরিজটির নতুন ধারাবাহিক নাটক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
শরীফ সিঙ্গাপুরী বহুবছর সিঙ্গাপুরে জীবনযাপন করেছেন। তার ছেটি ভাই মিনহাজ সিঙ্গাপুরী। তাদের পৈত্রিক সম্পত্তি এবং এবং ভিটেবাড়ি, সবই সৈয়দপুরে। বিশাল সম্পত্তির মালিক এই দুই ভাইয়ের মধ্যে জায়গাজমির ভাগ বাটোয়ারা নিয়ে ছিল অসন্তোষ। এই অসন্তোষ প্রায়শই ঝগড়ায় রূপ নিতো। হঠাৎ একদিন খুন হয় ছোটভাই মিনহাজ সিঙ্গাপুরী। স্বাভাবিকভাবেই সন্দেহের তীর এখন শরীফ সিঙ্গাপুরীর দিকে। হত্যার অভিযোগ অস্বীকার করে সে। এরইমাঝে ছোটকাকু ও তার টিম সিদ্ধান্ত নেয় সৈয়দপুরে ঘুরতে যাওয়ার। বরাবরের মতোই মিনহাজ সিঙ্গাপুরীর হত্যাকাণ্ডের রহস্য টেনে নেয় ছোটকাকুকে। ছোটকাকুর গোয়েন্দা অভিজ্ঞতায় বেরিয়ে আসে হত্যাকাণ্ডের আসল কাহিনি। অমূলক প্রমাণিত হয় শরীফ সিঙ্গাপুরীর প্রতি সন্দেহ।