আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য চ্যাম্পিয়নস লিগে খেলার আশা আরও আগেই ফিকে হয়ে যায়। এবার সেই আশা পুরোপুরিই শেষ হয়ে গেলো। ফলে সাবেক চ্যাম্পিয়নদের ছাড়াই চ্যাম্পিয়নস লিগ দেখতে হবে সমর্থকদের। একই সঙ্গে টুর্নামেন্টটির আসন্ন মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও দেখা যাবে না হয়তো।
গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের মাঠে ৪-০ গোলে হেরেছে ইউনাইটেড। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা কাগজে-কলমেও শেষ হয়ে গেছে দলটির। আর যদি জয় পেতো, তাহলে একটা সম্ভাবনা ছিল। সেটাও এখন নেই।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৮৩ ম্যাচে ১৪০ গোল তার। একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন সর্বাধিক ৫বার শিরোপা। টুর্নামেন্টটির ইতিহাসের সেরা তারকাও তিনি। সেই রোনালদোকে আগামী মৌসুমে নাও দেখা যেতে পারে। যদি তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে যান, তাহলে এমনটা হবে। আর যদি এই গ্রীষ্মে অন্য কোথাও মুভ করেন তাহলে ভক্তরা আশা করতেই পারেন!