মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস' হিসেবে পালন করা হয়, যার সূত্রপাত ১৯০৮ সালের ৮ মে। ‘মা’ ছোট্ট একটা শব্দ, কিন্ত তার পরিধি অসীম। সবার কাছেই মায়ের চেয়ে আপন আর কেউ নেই। সবচেয়ে কাছের মানুষ তিনি, সবচাইতে প্রিয়। আর যত কষ্টই হোক না কেন, মা সবসময় চান সন্তানের হাসিমুখ দেখতে। মা দিবসকে উপলক্ষ করে এই ছবিটি তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।