মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আমি আমার ময়দানের শ্রোতাদেরকেই সবচেয়ে গুরুত্ব দিই: জেমস

আপডেট : ০৯ মে ২০২২, ০২:০১

দেশের রকগানের শীর্ষ তারকা জেমস আবারও ওপেন এয়ার কনসার্টে সরব হয়েছেন। ঈদে নতুন গান ‘আই লাভ ইউ’ রিলিজের পরেই দেশে ও দেশের বাইরে টানা স্টেজ শো’র শিডিউল করছেন এই রকস্টার।

জেমস বলেন, ‘আমি আমার ময়দানের শ্রোতাদের জন্যই গান করি। ওদেরকেই সবচেয়ে গুরুত্ব দিই। যেহেতু করোনার কারণে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। তাই এবারে নতুন গান সমেত মাঠের কনসার্টে তা পুষিয়ে দিতে চাই।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা’র (পুসাগ) আয়োজনে এই কনসার্টে গাইলেন তিনি। গতকাল বিকেল ৫টায় গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে লাইভ কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে। পুসাগ পরিবার শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠন ও বিনোদন প্রেমিদের কিছুটা আনন্দ দিতে গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার ২০২২’ এর আয়োজন করে।

 

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন