ভাগ্যিস! আগেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে পিএসজি। নয়তো এখন কপালে কিছুটা হলেও চিন্তার ভাজ পরতো। সর্বশেষ তিন ম্যাচে যে জয়ের দেখা পায়নি তারা। আগের দুই ম্যাচের মতো গতরাতে ত্রয়ের বিপক্ষেও ড্র করেছে পিএসজি।
এদিন, আক্রমণভাগে শুরুর একাদশে মেসি-নেইমার ও এমবাপ্পের সঙ্গে দি মারিয়াকেও খেলান মরিসিও পচেত্তিনো। এ কারণে ফরমেশন সাজাতে হয়েছে ৪-২-৩-১ ছকে। এমন অবস্থায় প্রতিপক্ষে জালে রীতিমতো গোলের বন্যা বইয়ে দেওয়ার কথা তাদের। কিন্তু সেটা আর পারলেন কই। উল্টো দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি প্যারিসিয়ানরা। ২-২ গোলে ড্র হয়েছে।
৫ মিনিটেই লিড পায় পিএসজি। আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়ার সহায়তায় গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস। ২৫ মিনিটে পেনাল্টিতে থেকে লিড ২-০ করেন নেইমার। এর মধ্য দিয়ে পিএসজির জার্সিতে ৯৯ গোল হয়ে গেলো ব্রাজিলিয়ান সুপারস্টারের। সুযোগ ছিল সংখ্যাটা ১০০-তে নিয়ে যাওয়ার। করেছিলেনও আরও একটি গোল। কিন্তু অফসাইড হওয়ায় সেটি বাতিল বলে ঘোষণা দেন রেফারি।