রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাগেরহাটে ৩১২ শিক্ষার্থী পেলেন এককালীন বৃত্তি

আপডেট : ১০ মে ২০২২, ১৫:০৮

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ৩১২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির অর্থ বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

জেলা পরিষদের প্রশাসক ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যেদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, সহকারী প্রকৌশলী আওলাদ হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হোসেন।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ৩১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৩৬ হাজার  টাকা বিতরণ করা হয়।

বক্তারা মেধাবী শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

ইত্তেফাক/এএইচ