বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কলমাকান্দায় সেতুর সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগ

আপডেট : ১০ মে ২০২২, ১৬:১৭

কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল খালের ওপর নির্মিত সেতুর সংযোগ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে ছয় গ্রামের মানুষ। তারা জানায়, সড়কটি ভেঙে যাওয়ায় যানবাহন পারাপারে যেমন সমস্যা হচ্ছে, তেমনি জনসাধারণেরও চলাচলে সমস্যা হচ্ছে। গত কয়েক বছর ধরে ভোগান্তি পোহালেও এ সমস্যার সমাধান হচ্ছে না।

ইতিপূর্বে স্থানীয়রা বাঁশ-কাঠ ও মাটি দিয়ে সংযোগ সড়কটি মেরামত করে চলাচলের উপযুক্ত করে তোলে কিন্তু দুই সপ্তাহ আগে পাহাড়ি ঢলে সংযোগ সড়কের মাটি সরে যায়। এতে আবার আগের অবস্থার সৃষ্টি হয়।  

স্থানীয় বাসিন্দা আব্দুল হেকিম, আমির উদ্দিন, লাল মিয়াসহ কয়েক জন বলেন, হাটের দিনে মালামাল নিয়ে চলাচলে খুব কষ্ট হয়। যানবাহন চলাচল করতে না পারায় হাতে করে পণ্য নিয়ে নদী পার হতে হয়। তাছাড়া স্থানীয় লোকজন বিপদে পড়লে যানবাহন কিংবা অ্যাম্বুলেন্সে যেতে পারে না।  

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী মণ্ডল বলেন, সংযোগ সড়ক নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে।  

কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে সেতুর সংযোগ সড়ক ঠিক করে দেওয়া হবে। 

ইত্তেফাক/এআই