টাঙ্গাইল পৌর শহরের আশেকপুরে একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংকের জন্য কূপ খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মে) দুপুরে পৌর এলাকার আশেকপুর ইন্দিরাপাড়া এলাকায় জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে অখিল পাল (৪০)।
স্থানীয়রা জানান, আশেকপুর ইন্দারাপাড়ার একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের কূপ খনন করছিলেন পাঁচজন শ্রমিক। তাদের মধ্যে আনন্দ পাল ও অখিল পাল মাটি খুঁড়ে অন্তত ১০ ফুট গভীরে চলে যান। হঠাৎ চারদিক থেকে মাটি ধসে পড়লে তারা মাটির নিচে চাপা পড়েন এবং সেখানেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেকু দিয়ে মাটি সরিয়ে নিহত দু’জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
টাঙ্গাইল সদর থানার ওসি (তদন্ত) শামীম হোসেন জানান, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।