প্রকাশ : ০৯ মে ২০২২, ২১:২৮আপডেট : ১০ মে ২০২২, ২১:৩০
-
ঢাকার ডেমরা রোডের কাজলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ২৯ হাজার ৫৮০ লিটার পাম তেল ও সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ দুপরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব -৩ যৌথ ভাবে এই অভিযান করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।