চাকরির জন্য অনশনে বসেছেন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী
প্রকাশ : ০৯ মে ২০২২, ২২:৩০আপডেট : ১০ মে ২০২২, ২১:৩২
-
চাকরির দাবিতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী। তিনি আজ সকাল থেকে এই আমরণ অনশন শুরু করেন। চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হ্যান্ডমাইকের মাধ্যমে বার বার তিনি চাকরির জন্য আবেদন জানান। তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেও প্রতিবন্ধী হওয়ার কারণে তার চাকরি হয়নি।