কিছুদিন আগেই জানা গিয়েছিল, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ সিনেমাটি বিদেশের শতাধিক হলে মুক্তি পাচ্ছে। এবার প্রকাশিত হলো সেই তালিকা।
আগামী ২০ মে বাংলাদেশের পাশাপাশি একইদিনে উত্তর আমেরিকার ১১২টি হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এই সিনেমা।
জানা গেছে, আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে ২৫টি স্টেটের ১০৪টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। স্টেটগুলো হলো, নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাডা, ইউটাহ, ওহাইও, ইলিনয়, ইন্ডিয়ানা, ক্যানসাস, কলোরাডো, ওকলাহোমা, টেনেসি, লুইজিয়ানা, অরিগন ও ওয়াশিংটন।
অন্যদিকে কানাডায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের চেইনে ৫টি প্রভিন্স অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, নোভাস্কোশিয়ার ৮টি শহরের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।