বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আড়াইহাজারে মাদকসহ গ্রেফতার ২ 

আপডেট : ১১ মে ২০২২, ১২:৫১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ঢাকা বিশনন্দী উপজেলার কড়ইতলা এলাকায় মঙ্গলবার (১০ মে) রাতে এ অভিযান চালানো হয়। র‌্যাবের সহকারি পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলে, কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কৃষ্ণপুর এলাকার আকরাম হোসেন ও  একই এলাকার আল আমিন হোসেন।

র‌্যাবের সহকারি পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা উভয়ই ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে প্রাইভেটকারযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীরা প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক পরিবহন করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান। এ ঘটনায় বুধবার সকালে উদ্ধারকৃত গাঁজা এবং এ কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও দুইটি মোবাইল ফোন জব্দ দেখিয়ে র‌্যাবের ডিএডি আবু বকর সিদ্দিক বাদী হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন।  
 

 

 

ইত্তেফাক/এআই