শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় শনাক্ত বেড়েছে

আপডেট : ১১ মে ২০২২, ১৬:৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১১মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

করোনা আক্রান্তকে সেবা দিচ্ছেন চিকিৎসক। ছবি: আব্দুল গনি

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম