ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সংগীতশিল্পী সাব্বিরের নতুন একটি গান। গীতিকার কবির বকুলের কথায় ‘আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারিনা’ শিরোনামে গানটির সুরও করেছেন শিল্পী নিজেই। এর সঙ্গীত আয়োজনে রয়েছেন বিখ্যাত নোঙ্গর ব্যান্ডের রাজীব আহমেদ।
মিউজিক ভিডিওর মডেলিংয়ে অংশ নিয়েছেন বিশিষ্ট সংগীত শিল্পী রাপ্তি।
বুয়েটে অধ্যয়নকালে সাব্বির বৃহৎ পরিসরে গানের চর্চার সুযোগ পান এবং নিয়মিতভাবে মূর্ছনার সঙ্গীত আয়োজনে অংশ নেন।
এই শিল্পী ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সেখানে বাংলা ও হিন্দি কমিউনিটিতে তিনি নিয়মিতভাবেই সঙ্গীত আয়োজনে অংশ নিচ্ছেন।
শিল্পীর নিজ ইউটিউব চ্যানেলে এটি মুক্তি দেওয়া হয়েছে।