জনপ্রিয় প্রযোজনা সংস্থা ওয়েভারের ব্যানারে নির্মিত ও ইমরান খান প্রযোজিত নতুন ধারাবাহিক নাটক 'মহাজন' আসছে বৈশাখী টিভিতে। নাটকটি প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে। মজিবুল হক খোকন পরিচালিত এ নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন, নাট্যরূপ এন ডি আকাশ।
ধারাবাহিক এ নাটকটিতে অভিনয়ে রয়েছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, বড়দা মিঠু, সাব্বির আহম্মেদ, তারিক স্বপন, সোমা ফেরদৌস, তানিয়া সুলতানা স্নেহা, ইমরান হাসু, সুজাত শিমুল, সাইকা আহম্মেদ, মৌ মিতা মৌ, আশরাফুল আশিষ, হেদায়েত উল্লাহ তুর্কী, রাশেদ মামুন অপু, সুচনা সিকদারসহ আরো অনেকে।
জনপ্রিয় প্রযোজনা সংস্থা ওয়েভারের ব্যানারে নির্মিত ও ইমরান খান প্রযোজিত বেশ কয়েকটি ধারাবাহিক ইতোমধ্যে ব্যাপক দর্শক প্রিয়তা পেয়েছে। ধারাবাহিক গুলো হচ্ছে, শামিম জামান পরিচালিত 'প্রিয়জন', গোলাম সোহরাব দোদুল পরিচালিত 'অদ্ভুতুড়ে বইঘর', আল হাজেন পরিচালিত 'ছায়াছবি', ফরিদুল হাসান পরিচালিত 'লাকি থার্টিন', সুমন আনোয়ার পরিচালিত 'নিল নির্জনে', ইমরান হাওলাদার পরিচালিত 'ভিলেজ হট্টগোল' ও 'লাগ ভেলকি লাগ', অরণ্য আনোয়ার পরিচালিত 'ঘোড়ার ডিম', কায়সার আহমেদ পরিচালিত 'টম টম' ও টুন টুনি ভিলা'।
সেই সঙ্গে ওয়েভারের ব্যানারে নির্মিত ও ইমরান খান প্রযোজিত শতাধিক একক নাটক দর্শক প্রিয়তা পেয়েছে।
প্রযোজনা সংস্থা ওয়েভারের কর্ণধার ইমরান খান বলেন, ওয়েভারের ব্যানারে নির্মিত ধারাবাহিকগুলো দর্শক প্রিয়তা পেয়েছে তাতেই আমি খুশি। আমি চাই ভিনদেশী নয়, আমাদের দেশে নির্মিত ধারাবাহিকগুলো আরও দর্শক প্রিয়তা পাক।