সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী, নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
বুধবার (১২ মে) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিমের আদালতে সাক্ষ্য প্রদান করেন তিনি। একই দিন রায়হানের মা সালমা বেগম এবং চাচাশ্বশুরের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়নি।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওশাদ আহমেদ চৌধুরী বলেন, কেবল মামলার বাদী সাক্ষ্য দিয়েছেন। কিন্তু আসামিপক্ষ প্রস্তুতি না থাকার কারণ দেখিয়ে তাকে কেউ জেরা করেননি। আদালত তাদের এক দিনের সময় দিয়েছেন। বৃহস্পতিবার বাদীকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী। তিনি বলেন, গতকাল বুধবার আরো দুজনের সাক্ষ্য প্রদানের কথা থাকলেও আসামির জেরা সম্পন্ন না হওয়ায় তাদের সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার জেরার পর সাক্ষ্যগ্রহণ হতে পারে।
এর আগে মঙ্গলবার চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর কথা থাকলেও এক আইনজীবীর মৃত্যুতে তা পিছিয়ে যায়।
গতকাল সাক্ষ্যগ্রহণকালে এই মামলার আসামি বরখাস্তকৃত উপ-পুলিশ পরিদর্শক আকবর হোসেন ভুঁইয়াসহ পাঁচ আসামিকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
পিপি জানান, রায়হান হত্যা মামলায় হেফাজতে মৃত্যু নিবারণ আইন তৎসহ ৩০২ দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা ও ২০১ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। কিন্তু আসামিপক্ষ শুধু হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলাটি চালাতে চান। এজন্য অভিযোগ গঠনের বিরুদ্ধে তারা হাইকোর্টে গেছেন। তবে হাইকোর্টের কোনো নির্দেশনা না থাকায় আদালত সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন।