শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সড়ক সংস্কারের সময় গ্যাসের পাইপ ফেটে কাভার্ড ভ্যানে আগুন

আপডেট : ১২ মে ২০২২, ০২:০০

সোনারগাঁওয়ে সড়কে সংস্কারকাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে রাস্তায় চলাচলরত একটি কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। 

বুধবার (১২ মে) বিকেলে ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বাইপাস (মদনপুর-জয়দেবপুর) সড়কে রাস্তার দুই পাশে সম্প্রসারণের কাজ চলছে। ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার সামনে এক্সকাভেটর দিয়ে রাস্তার পাশে কাজ করার সময় গ্যাস সঞ্চালন লাইনের পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঐ সড়ক দিয়ে চলাচল করার যানজটে আটকা পড়া একটি মালবাহী কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোনারগাঁও ফায়ার স্টেশনের পরিদর্শক আসিফ আকন্দ দিপু জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীনে পাবলিক পার্টনারশিপ প্রকল্পের আওতায় গত কয়েক মাস মদনপুর-জয়দেবপুর হাইওয়ে বাইপাস সড়কে ছয় লেনে সম্প্রসারণের সংস্কারকাজ চলছে। গতকাল বিকালে মাটি খোঁড়ার সময় তিতাস গ্যাসের পাইপ ফেটে যায়। এ সময় প্রবল গতিতে গ্যাস বের হয়ে রাস্তায় থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। এক পর্যায়ে গ্যাস পাইপ লাইনেও আগুন জ্বলতে থাকে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

ইত্তেফাক/এমএএম