শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুষ্টিয়ায় মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

আপডেট : ১২ মে ২০২২, ০৫:০০

কুষ্টিয়ায় মাদক মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 

বুধবার (১২ মে) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলা জেলার বাসিন্দা জুয়েল আহসান, কুষ্টিয়ার বাসিন্দা আলমগীর ও বজলু বিশ্বাস। রায় ঘোষণার সময় আসামি আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি জুয়েল অনুপস্থিত ছিলেন। 

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৯ জুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ঐ তিন জনকে পুলিশ গ্রেফতার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় পুলিশ মামলা করে।

ইত্তেফাক/এমএএম