সুজানগরে অবৈধভাবে মজুত করা ২ হাজার ৬৩৭ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৩৫ লিটার খোলা সয়াবিন তেল এবং ১ হাজার ৭০২ লিটার বোতলজাত সয়াবিন তেল রয়েছে।
বুধবার সকালে তদারকিমূলক অভিযানের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুজানগর পৌর বাজারের মুদি ব্যবসায়ী দুলাল ঘোষের বসত ঘর এবং ঘোষ স্টোরের গুদামে অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে অধিক মুনাফা লাভ এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম বিশেষ অভিযান পরিচালনা করে ঐ সয়াবিন উদ্ধার করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মির্জা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং সুজানগর থানার এসআই আবু হানিফা উপস্থিত ছিলেন।