চেরনোবিলের পরমাণু কেন্দ্রের তথ্য আবার পেতে শুরু করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। জাতিসংঘের এই সংস্থা সমস্ত পরমাণু কেন্দ্রের পুঙ্খানুপুঙ্খ তথ্য রাখে। তারা জানিয়েছে, ইউক্রেনের চেরনোবিল রাশিয়ার সেনা দখল করার পর তাদের কাছে আর কোনো তথ্য আসছিল না।
প্রায় একমাস আগে রাশিয়ার সেনা চেরনোবিলের পরমাণু কেন্দ্র ছেড়ে রাশিয়ার সেনা চলে যায়। কিন্তু এতদিন সেখান থেকে তথ্য মিলছিল না।
বুধবার (১১ মে) থেকে আবারও তথ্য পাওয়া যাচ্ছে কারণ পরমাণু বিষয়ক সংস্থাটির কর্মকর্তারা সেখানে পৌঁছাতে পেরেছেন। তবে ইউক্রেনের অন্য পরমাণুকেন্দ্র ঝাপারঝিয়া থেকে এখনো তথ্য মিলছে না। ওই অঞ্চলে এখনো রাশিয়ার সেনা আছে।