সর্বশেষ ২০১০-১১ মৌসুমে কোনো ট্রফি ঘরে তুলতে পারেনি জুভেন্টাস। এরপর থেকে প্রতিটি মৌসুমেই কোনো না কোনো ট্রফি জিতে আসছে ক্লাবটি। এর মধ্যে সিরি এ লিগকে তো প্রায় নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলে তারা। চলতি মৌসুমে এসে আবারও ২০১০-১১ সালে ফিরে গেলো তারা।
এবার ২০২১-২২ মৌসুমে ট্রফি শূন্য থাকতে হচ্ছে জুভেন্টাসকে। বর্তমানে সিরি এ লিগে তাদের অবস্থান চার নম্বরে। সুপারকোপা ইতালিয়ানাতে ইন্টার মিলানের কাছে ২-১ গোলে হেরে বিদায়। কোপা ইতালিয়ার ফাইনালে একই দলের কাছে ৪-২ গোলে হেরে বিদায়। এবং চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো রাউন্ডে ভিয়ারিয়ালের কাছে ৪-১ গোলে হেরে বিদায়।
গত গ্রীষ্মে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগের তিন মৌসুমে দলটির সফলতার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। হয়েছেন সর্বাধিক গোলস্কোরার। কিন্তু এবার সিআরসেভেন চলে আসার পরই যেন খেই হারিয়ে ফেলে জুভেন্টাস।