আর দু্ই দিন পরই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে গ্যালারির টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার সর্বনিম্ন ৫০ টাকায় টিকিট পাওয়া যাবে। আর সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ মে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিট ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা ও ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা। ভেন্যুর সংশ্লিষ্ট টিকিট কাউন্টার বা বুথ থেকে টিকিট কেনা যাবে। অনলাইনেও ছাড়া হতে পারে।