রাঙ্গামাটির লংগদু ও বরকল সীমান্ত এলাকায় দুর্বৃত্তের গুলিতে স্থানীয় লক্ষী চন্দ্র চাকমা (৪৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে ) রাত ১টা ৪৫ মিনিটে নিহতের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। লক্ষী চন্দ্র চাকমা বরকল উপজেলার সুবলং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, ‘সুবলং ইউনিয়নের শিলছড়ি এলাকায় নিজ ঘরে বুধবার (১১ মে) রাতে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
স্থানীয়রা জানান, বুধবার রাতে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি (উখছড়ি) এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা লক্ষী চন্দ্র চাকমা নামের এক স্থানীয় ব্যক্তির নিজ বাড়িতে এসে তাকে গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যান। নিহত চাকমা আঞ্চলিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে পারিবারিক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
ওসি নাছির উদ্দিন আরও বলেন, ‘মরদেহটি উদ্ধারে বরকল পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। তারা ফিরে আসলে পরে বিস্তারিত জানা যাবে।’