শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নীলগাই জবাই করলেন গ্রামবাসী

আপডেট : ১২ মে ২০২২, ১৬:২৬

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি নীলগাই জবাই করেছেন গ্রামবাসী।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামবাসী নীলগাইটি জবাই করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান বলেন, ‘খবর পেলাম গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিল৷ গাইটি খুব অসুস্থ থাকায় জবাই দিয়েছে। আমি ঘটনা স্থলে যাচ্ছি। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে বিষয়টি জানিয়েছি।’

রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল সুলতান জুলকার নঈন কবি স্টীভ বলেন, ‘বিলুপ্ত হওয়া নীলগাই জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’

 

ইত্তেফাক/এএইচ