শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নানা আয়োজনে সারাদেশে আন্তর্জাতিক নার্স দিবস পালন

আপডেট : ১২ মে ২০২২, ২০:৫৬

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

বেলা ১১টায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মিলনায়তনে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সারাদেশের হাসপাতালসমূহে ৩৩ হাজার ৭৪৯ জন নার্স নিয়োগ দিয়েছে সরকার, যা স্বাস্থ্য খাতকে অনেক ধাপ এগিয়ে নিয়েছে। এতে স্বাস্থ্য সেবার মান অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি সকল নার্সকে ফ্লোরেন্স নাইটিংগেলের আদর্শে উজ্জীবিত হয়ে সেবা প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব নীতিশ চন্দ্র সরকার, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার (অতিরিক্ত সচিব)।

 

 

ইত্তেফাক/ইউবি