বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কবিতা

আপডেট : ১৩ মে ২০২২, ০৭:৩৯

আমার একটু ছুটি দরকার
সুদেব কুমার বিশ্বাস

আমার একটু ছুটি দরকার!
পাঠাগারে হাজারখানেক বই, বাইরে আরো 
পড়ে আছে অলসভাবে, পড়া দরকার সময় নিয়ে। 
কত কিছু জানার বাকি, একেক করে জানতে হবে। 

মাথার মধ্যে ঘুরপাক খায় কত কথা, টোকা মারে; 
অবহেলায়-অনাদরে ফিরে চলে যায় কত ভাবনা।
ওদের সময় দেওয়ার সময় পাই না একেবারেই, 
লিখতে পেলেই ধরতে পারি, ধরারই তো সময় নেই। 
লেখার জন্যেও আমার একটু ছুটি দরকার।

জীবনে সত্যিই একটু ছুটি পেলে— 
মানুষের সঙ্গ পেতাম, সঙ্গ সুখের খোঁজ করতাম, 
সেজে থাকা মানুষ নয়; খাঁটি মানুষের সঙ্গ।
তাতে জীবনটাকে আরো ভালো জানা যেত, 
মুক্তি পেতাম মুখোশ পরা মানুষের থেকেও।

জীবন থেকে একটুখানি ছুটি পেলেই— 
প্রকৃতির মাঝে হারিয়ে যেতাম 
জীবনের পাঠ নিতাম, সবচেয়ে বড় শিক্ষকের কাছে 
চেটেপুটে নির্জনতা আর নিস্তব্ধতা ভোগ করতাম।

আমার একটু ছুটি দরকার সত্যি সত্যিই! 
কাজ থেকে, দাসত্বের বন্ধন থেকে, 
সংসার থেকে, সমাজের নিয়ম থেকে একটু ছুটি চাই 
হারিয়ে যেতে নয়, দম নিয়ে ফিরে আসার জন্যে।

নিজের সাথে কথা বলার শান্ত সময় হবে আমার? 
পাহাড় ভাঁজে ধ্যানের রাজ্যে হারিয়ে যাওয়ার হবে সময়? 
একদিন ঠিক আগল ভেঙে বাঁধন ছিঁড়ে পালিয়ে যাব, 
ঢেউয়ে ভেসে পৌঁছে যাব বিজন দ্বীপে নির্বাসনে।

 


সবুজ সমুদ্র
নূর মোহাম্মদ

সবুজ সমুদ্রে ডুব দেয় যারা
তারাই সরল মনের মানুষ
তাদের পোশাক ভেজে না
অথচ হৃদয় ভিজে ধানখেতের কাদা হয়

আমিই অধম! ডুব দিতে জানি না ব‌লেই
শহরের কঠিন জঞ্জালে ফেঁসে যাই
ইট বালু সিমেন্ট রডের বাসায় এলেই
বারবার শক্ত প্রাণের প্রলেপ দেখি

যখন কাছের বন্ধুরা বলে
তুমি শহরের হয়েও অনেক সরল মানুষ!
তখন একটুখানি বিশ্বাস হয়
আমিও হয়তো ডুব দিতে পেরেছি
সবুজ সমু‌দ্রে।

 


মায়াজাল
রূপক বিধৌত সাধু

কর্মক্লান্তিতে যখন নুয়ে পড়ে মাথা,
ভালো লাগে না মোটেও আর হইচই;
কোলাহল ছেড়ে খুঁজে ফিরি নীরবতা
কিন্তু এ শহরে নীরবতা পাব কই?
এখানে নেই পাখির কিচিরমিচির,
নেই পুবাল-দখিনা নির্মল হাওয়া;
নেই তো পদ্ম পুকুর, ভোরের ‌শিশির,
খোলা প্রকৃতিকে যায় না কাছে পাওয়া।
আছে শুধু যান্ত্রিকতা, আছে কপটতা;
আছে লোক ঠকানোর কত শত ছল,
আছে নির্মমতা, নিকৃষ্ট মান‌সিকতা,
বিভাজনের এমন সাগর অতল।
মানবজীবন ভীষণ রহস্যময়।
কখন কীভাবে যে কাটে দহনকাল
কে বলতে পারে আগেভাগে? কেউ নয়।
শুধু অপেক্ষায় থাকা—বাঁধা মায়াজাল।

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন