কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ মে) দুপুরে জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মে) মধ্যরাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ আরও জানায়, ধর্মপুর এলাকায় মধ্যরাতে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাস খেলারত অবস্থায় ধর্মপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আলী হোসেন জাম্বু (৪১), একই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে একরামুল হক (৩১), মৃত আফাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৫৩), মৃত আনছার আলীর ছেলে আব্দুল হক (৫৭), মৃত শহীদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং আব্বাস আলীর ছেলে আব্দুল আউয়ালকে (২৭) নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জুয়াড়িদের শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।’