শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শুরু হচ্ছে ভারতীয় হাইকমিশনের ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’ কার্যক্রম

আপডেট : ১৪ মে ২০২২, ১৯:৪৯

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ভারতীয় হাইকমিশন বাংলাদেশের উদ্যোগ ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’কার্যক্রম।

আগামীকাল রবিবার ‘আমরা ফিরে আসছি’শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হবে।

এ কার্যক্রমে প্রতিবছর বাংলাদেশের ১০০ জন সম্ভাবনাময় তরুণদের ভারত ভ্রমণের সুযোগ দেওয়া হয়। যার মাধ্যমে তারা ভারতের সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন, জনগণের সঙ্গে মিশতে পারেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পান। সব মিলিয়ে ভারতকে চেনার একটি জানালা হিসেবে কাজ করে এ কার্যক্রম।

২১ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা এতে আবেদন করতে পারবেন। সেখান থেকে ১০০ জন বাছাই করা হয়। ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

 

ইত্তেফাক/ইউবি